শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

মাথায় ঘোরে কত প্রশ্ন !

 মাথায় ঘোরে কত প্রশ্ন !

বিষাক্ত ইঞ্জেকশনে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী কে ইঞ্জেকশন প্রয়োগের সময় তার হাত এ্যাল্কোহল দিয়ে বিশুদ্ধ করা হয় কেন!

ইন্ট্রাভেনাশ ইঞ্জেকশনটি একজন ডাক্তার অথবা নার্স কতৃক প্রয়োগ করা হয় তারা তাদের পেশাদার কাজের কিছু নীতিগত পদ্ধতি মেনে চলতে বাধ্য যার মধ্যে শিরায় ইঞ্জেকশন প্রয়োগ কালে এ্যাল্কোহল দিয়ে স্থানটি পরিস্কার করে নেবার পদ্ধতি বাধ্যতামূলক, না করলে তাদের কোড অফ কন্ডাক্টভংগ হবে

মেঘের ওজন কত!

ধরে নেয়া যাক, পুঞ্জিভূত মেখ প্রায় এক কিউবিক কিলোমিটার জুড়ে অবস্থান করছে (প্রায় ০.২৪ কিউবিক মাইল) গড়ে প্রায় ০.2g/m3 পানি যদি থাকে তাহলে তার ওজন হবে ২০০,০০০ কিলোগ্রাম প্রায় ৪৪০,০০০ পাউন্ড!যদিও মেঘের ধরনের উপর পানির ঘনত্ব নির্ভর করে

থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কি! আর সেকন্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে কিছু আছে কি!

শিল্পে অনুন্নত দেশ, ও মানবাধিকারে পিছিয়ে পড়া দেশগুলিকেই থার্ড ওয়ার্ল্ড দেশ বলা হয়
সেকন্ড ওয়ার্ল্ড ও আছে, শিল্পোন্নত, কিন্তু মানবাধিকার লংঘন করে এমন দেশগুলিকে সেকন্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয় কমিউনিস্ট দেশগুলিকে এই পর্যায়ে ফেলা হয়

বাকি রইল ফার্স্ট ওয়ার্ল্ড, শিল্পোন্নত ও মানবাধিকার সংরক্ষিত দেশগুলিকে এর আওতায় ফেলা হয়

কি বোর্ডের অক্ষর গুলো এলোমেলো কেন!অর্থাৎ এ র পরে বি নেই সি এর পরে ডি নেই!

মিলওয়াকি উইসকনসিনের অধিবাসী সি এল শোলস (C. L. Sholes) ১৮৬০ সালে যখন প্রথম বানিজ্যিক টাইপ রাইটার উদ্ভাবন করেন তখন এটা অক্ষরক্রমেই সাজানো ছিল১৮৬৮ সালে যখন এটা বাজারে আসে তখন এতে অক্ষর গুলি দুই সারিতে সাজানো ছিলকিন্তু অক্ষরগুলিকে নিয়ন্ত্রণ করার পদ্ধতিতে কিছু সমস্যা হয়ে যেত, অর্থাৎ কাছাকাছি অবস্থিত দুইটি অক্ষর দ্রুত টাইপ করতে গেলে অক্ষর গুলি একটার সাথ আরেকটা পেঁচিয়ে যেত

মি শোলস তখন qwerty পদ্ধতি আবিস্কার করলেন ও শব্দে ব্যবহারের অনুপাতে অক্ষর গুলি নতুন করে বিন্যাস করলেন এতে করে সমস্যা পুরো পুরি দুর না হলেও জড়িয়ে যাওয়ার সমস্যা লাঘব হয়, আর তার এই পদ্ধতিকে ১৮৭৮ সালে পেটেন্ট করে দেওয়া হয়

ছেলেদের সার্টে বোতাম জামার ডান আর মেয়েদের জামার বোতাম বাম দিকে কেন!

এটা বোতাম আবিস্কারে সময় থেকেই চলে আসছেছেলেদের জামার বোতাম সবসময়ই সামনে ছিল ও পৃথিবীর ৯০ শতাংশ ডান হাতি মানুষের সুবিধার জন্য ডান দিকেই বোতাম লাগানো হতমেয়েদের জামার বোতাম সাধারনতপেছন দিকে থাকতো, স্বভাবতই তা খোলা বা লাগানোর জন্য অন্য কারো সাহায্য লাগতো যিনি এই কাজটি করতে যেতেন তার কাজের সহয়তার জন্যই জামার বামদিকে বোতাম লাগাতে হত যতদিনে মেয়েদের জামার বোতাম সামনের হাজির হলো ততদিনে ডিজাইনাররা মেয়েদের জামায় বাম দিকে বোতাম লাগাতে অভ্যস্ত হয়ে গেছে তাই রয়ে গেছে

ব্রেইল পদ্ধতি কে আবিস্কার করেন!

নাহ! লুইস ব্রেইল অন্ধ দের পড়ার মাধ্যম ব্রেইলপদ্ধতি আবিস্কার করেন নিবাল্যকালে অন্ধ ব্রেইল প্যারিসে অন্ধদের স্কুলে পড়াশোনা করেন, সেখানে তিনি পড়তে শেখেন লিখতে নয়তৎকালীন সময়ে অন্ধ ব্যক্তিগন আঙ্গুলের ছোয়ায় উচ্চকিত অক্ষর অনূভব করে পড়তেন এই পদ্ধতি অনেক কঠিন ছিল ১৮২১ সালে চার্লস বারব্যির নামে একজন সৈনিক ব্রেইলে র স্কুল পরিদর্শন করেনতার সাথে তিনি তার উদ্ভাবিত নাইট রাইটিংনিয়ে আসেন, যা তিনি সম্রাট নেপলিয়নের জন্য তৈরী করেছিলেন নেপোলিয়ন তার সৈন্যবাহিনীর জন্য রাতে অন্ধকারেও পড়া যায় এমন একটি সাঙ্কেতিক ভাষার সন্ধানে ছিলেন চার্লস বারব্যিরের পদ্ধতিটি সৈন্যদের প্রশিক্ষনের জন্য কঠিন প্রতীয়মান হওয়ায় তা বাতিল হয়

লুইস ব্রেইল বুঝলেন চার্লসের উচ্চকিত বিন্দু পদ্ধতি অন্ধদের জন্য খুবই উপযোগী হবে, তিনি চার্লসের ১২টি বিন্দুর সমন্বয়ে গঠিত অক্ষরের বদলে ৬টি বিন্দু নিয়ে কাজ করলেনআর আজকাল অন্ধদের পড়া ও লেখা সহজ করে দিলেন

পাউন্ড লেখতে lb ব্যবহার করা হয় কেন!

এই lb চিহ্নটি এসেছে লিবরা (libra) শব্দ থেকে, ল্যটিন এই শব্দটির অর্থ প্রায় একপাউন্ড ওজনের একক!

হোটেল আর মোটেলে পার্থক্য কি!

মোটেল শব্দ টি মোটর হোটেলথেকে এসেছে ১৯৫০ দশকে যে সমস্ত হোটেল পার্কিং সুবিধা দিত তাদেরকে মোটর হোটেল বলা হত আজকাল মোটেল মানে সীমিত সুবিধাসম্বলিত হোটেল কে মোটেল বলে মোটেল খাবার সরবরাহ করে না

আবার এই ব্যাখ্যাও চালু আছে, মোটেলে পার্কিং লট থেকে সরাসরি রুমেযাওয়া যায় আর হোটেলে অবশ্যই রুমে যেতে গেলে ইনডোর/করিডোর দিয়ে যেতে হয়

1 টি মন্তব্য: